রাজনীতি

বিএনপি নেতা সাজু করোনা আক্রান্ত

বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজু করোনা আক্রান্ত হয়েছেন। নিজ বাসাতে থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। তার বাবা এস এ খালেক একই আসন থেকে ৫ বার এমপি নির্বাচিত হয়েছিলেন।

Advertisement

এস এ সিদ্দিক সাজু তার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম, সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এফ এম আব্দুল আলীমসহ মহানগর উত্তর বিএনপির নেতারা তার রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন।

গতকাল স্বাস্থ্য অধিদফতরে বুলেটিনে বাংলাদেশের করোনা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এতে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৩২ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৯৯ জন।

বুলেটিনে আরও জানানো হয়, এখন পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ২৩ শতাংশ। আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৫৬ দশমিক ৮৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩১ শতাংশ।

Advertisement

কেএইচ/এনএফ/এমএস