জাপানের ওকিনাওয়া দ্বীপে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটি রয়েছে এবং সেখানে মার্কিন সৈন্যরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Advertisement
ওকিনাওয়ার গভর্নর ডেনি তামাকি বলেন, ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত জাপানের দক্ষিণাঞ্চল জরুরি অবস্থার মধ্যে থাকবে। তিনি ওকিনাওয়া দ্বীপের বাসিন্দাদেরকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেন। ওই এলাকায় প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।
এক সংবাদ সম্মেলনে তামাকি বলেন, নাটকীয়ভাবে করোনা সংক্রমণ বেড়ে গেছে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। কিন্তু যেকোনো মূল্যে তা প্রতিরোধ করতে হবে। আমরা রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করছি; যার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই, আমরা সংকটাপন্ন অবস্থায় আছি।
ওকিনাওয়া অঞ্চলে গতকাল অন্তত ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত পাঁচদিনের মধ্যে এটি ছিল সর্বোচ্চ সংখ্যক।
Advertisement
এসআইএস