ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা সংক্রমণের রেকর্ড তৈরি হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, একদিনে সর্বোচ্চ ৫৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন শনিবার। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৫৭ হাজারের বেশি মানুষ এবং মারা গেছেন ৭৬৪ জন। করোনায় প্রাণহানির সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ব্রিটেন এবং মেক্সিকোর পর পঞ্চমস্থানে উঠে এসেছে ভারত।
Advertisement
এছাড়া টানা তৃতীয় দিনের মতো ৫০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৩০ হাজার ২৯৫ জনে পৌঁছালেও ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১১ লাখ ২৬ হাজার ৮২৫ জন।
করোনায় বিপর্যস্ত এই দেশটিতে সর্বাধিক সংক্রমণের তালিকায় অন্ধ্র প্রদেশ তৃতীয় স্থানে উঠে এসেছে। গত তিনদিন ধরে এই রাজ্যে ৩০ হাজারের বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছেন।
এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত এক লাখ ৪০ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ১ হাজার ৩৪৯ জন।এছাড়া দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ রয়েছে রাজধানী নয়াদিল্লি, মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে।
Advertisement
সূত্র: এনডিটিভি।
এসআইএস/পিআর