বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অর্ধশতাধিক করোনা রোগীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার দেয়া হয়েছে।
Advertisement
শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের উদ্যোগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মালটা, আপেলসহ নানা উপহার সামগ্রী পাঠানো হয় ।
এসব উপহার পৌঁছে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। তিনি বলেন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্যারের নির্দেশে চিকিৎসাধীন অর্ধশতাধিক রোগীর জন্য ফলসহ নানা সামগ্রী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের কর্তব্যরত ওয়ার্ড মাস্টার মো. আবুল কালাম আজাদের কাছে হস্তান্তর করা হয়।
ওয়ার্ড মাস্টার মো. আবুল কালাম আজাদ জানান, দুপুরে করোনা ইউনিটে চিকিৎসাধীন অর্ধশতাধিক রোগীর হাতে ওই ঈদ উপহার তুলে দেয়া হয়েছে। তারা অনেক খুশি হয়েছেন। উপহার পেয়ে পরিবার পরিজন থেকে দূরে থাকা রোগীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়।
Advertisement
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, করোনাাভাইরাসে আক্রান্ত রোগীদের প্রিয়জনদের ছেড়ে হাসপাতালে ঈদ করতে হচ্ছে। যারা হাসপাতালে ভর্তি রয়েছেন, তারা আমাদের কারও ভাই-বোন, কারও বাবা-মা। তারা করোনার সঙ্গে লড়াই করে যাচ্ছেন। ফলে এবার তারা স্বজনদের সঙ্গে একত্রে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেননি। তাই এসব রোগীদের মনোবল চাঙ্গা রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। ঈদের দিন তাদের মুখে হাসি ফোটাতে পারলে এ উদ্যোগের স্বার্থকতা খুঁজে পাওয়া যাবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৭৩ জনের। এর মধ্যে ১ হাজার ৫৭৮ জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রোগী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে করোনা ইউনিটে অর্ধশতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সাইফ আমীন/এমএএস/পিআর
Advertisement