দেশে দেশে করোনাভাইরাস প্রতিরোধে জারি কঠোর বিধি-নিষেধগুলো প্রত্যাহার কিংবা শিথিল হওয়ার পর থেকে ভাইরাসটির বিস্তার ছড়াচ্ছে দ্রুত। একের পর এক ভাঙ্গছে দৈনিক আক্রান্তের রেকর্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত একদিনে নতুন করে ২ লাখ ৯২ হাজার রোগী শনাক্ত হয়েছে বিশ্বজুড়ে।
Advertisement
ডব্লিউএইচও এর প্রাত্যহিক প্রতিবেদনে, বিশ্বে একদিনে সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্তের খবর দিয়ে জানানো হচ্ছে এর মধ্যে বেশিরভাগ রোগীর সংক্রমণ ঘটেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং দক্ষিণ আফ্রিকায়। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে দীর্ঘদিন ধরেই শীর্ষে রয়েছে এসব দেশ।
শুধু আক্রান্ত নয়; জুন কিংবা জুলাইয়ের শুরুতেও করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল পাঁচ হাজারের কম। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি থেকে ধীরে ধীরে এই সংখ্যাটাও বাড়তে শুরু করেছে। ডব্লিউএইচও এর হাতে আসা তথ্য অনুযায়ী গতদিন নতুন করে ৬ হাজার ৮১২ জন কোভিড-১৯ রোগী মারা গেছে বিশ্বে।
এর আগে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল ২৪ জুলাই; ২ লাখ ৮৪ হাজার ১৯৬ জন। ওইদিন এখন পর্যন্ত একদিনে সর্বাধিক ৯ হাজার ৭৫৩ জন কোভিড-১৯ রোগী মারা যান। অথচ জুনে গড়ে করোনায় দৈনিক মৃত্যু ছিল ৪ হাজার ৬০০ জন। জুলাইয়ে তা হয় ৫ হাজার ২০০। আগস্টে তা বাড়বে বলেই শঙ্কা।
Advertisement
এসএ/এমএস