আন্তর্জাতিক

ভারত-আফ্রিকা সম্মেলনের শেষ দিন আজ

ভারতের রাজধানী নয়া দিল্লিতে ভারত-আফ্রিকা ফোরামের তৃতীয় শীর্ষ সম্মেলনের শেষ দিন আজ (বৃহস্পতিবার)। সম্মেলনের শেষ দিনে আফ্রিকা মহাদেশের ৪০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানগণ উপস্থিত থাকবেন। গত সোমবার থেকে ভারত-আফ্রিকা সম্মেলন শুরু হয়েছিল। গতকাল(বুধবার)প্রধানমন্ত্রী মোদি দিল্লি হায়দরাবাদ হাউসে আফ্রিকার ২০টি দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে একটানা ১০ ঘণ্টা দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। সকাল ৯টায় জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে বৈঠক দিয়ে শুরু করে বিকেল ৫টায় শেষ করছেন বতসোয়ানার উপরাষ্ট্রপতি মকগোয়েৎসি এরিক কিয়াবতসে মাসিসির সঙ্গে। এছাড়াও দ্বিপক্ষীয় বৈঠক করেন ঘানা, নাইজেরিয়া, কেনিয়া, উগান্ডা, ইকুয়েটোরিয়াল, গিনি, জিবুতি, দক্ষিণ সুদান, চাদের প্রেসিডেন্টের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার সঙ্গেও বৈঠক হয় । এ ছাড়া তিনি আফ্রিকার মোজাম্বিকসহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হন। প্রতিটি বৈঠকের ন্যূনতম সময় বরাদ্দ ছিল আধা ঘণ্টা।১৯৮৩ সালের জোটনিরপেক্ষ সম্মেলনের পর এই প্রথম দিল্লিতে এত বড় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী বছরের গোড়ায় আফ্রিকায় অনুষ্ঠিত হচ্ছে চীন-আফ্রিকা সম্মেলন। জেডএইচ/এমএস

Advertisement