ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে চ্যালেঞ্জিং ক্রিকেট খেলার ব্যাপারে আশাবাদী পাকিস্তানের অধিনায়ক আজহার আলি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তিন ম্যাচের টেস্ট সিরিজ হেরে গেছে ১-২ ব্যবধানে। প্রথম ম্যাচ জিতেও সিরিজের ট্রফি বাঁচাতে পারেনি জেসন হোল্ডারের দল।
Advertisement
একই মিশন এবার আজহারের দলের সামনে। আগামী ৫ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ তথা সিরিজে সফরকারীদের তুরুপের তাস হতে পারেন দুই তরুণ পেসার নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদি- এমনটাই মনে করেন পাকিস্তানি অধিনায়ক।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন জানিয়েছেন, তার দেশকে ভোগাতে পারে আজহার আলি ও বাবর আজমের ব্যাটিং। তবে পাকিস্তান অধিনায়ক মনে করছেন দলে নাসিম ও শাহিনের মতো পেসার থাকা সৌভাগ্যজনক। এছাড়া অভিজ্ঞ মোহাম্মদ আব্বাস, সোহেল খানরাও ভূমিকা রাখতে পারবে বলে বিশ্বাস আজহারের।
নিউজ ১৮কে তিনি বলেছেন, ‘সাম্প্রতিক সিরিজগুলোতে নাসিম ও আফ্রিদি যেভাবে বল করেছে, অধিনায়ক হিসেবে তাদেরকে দলে পেয়ে নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। সবচেয়ে ভালো দিক হলো, আমাদের দলে আব্বাসের মতো অভিজ্ঞ বোলার রয়েছে। সোহেল খানও এই সফরে আছে এবং সেও খেলোয়াড়দের সঙ্গে তার অভিজ্ঞতা ভাগাভাগি করছে। আমি মনে করি, আমাদের বোলাররা অনেক সুবিধা পাবে।’
Advertisement
টেস্ট সিরিজ শুরুর আগে যথেষ্ঠ ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পাচ্ছে না পাকিস্তান। তবে এটিকে তেমন বড় ইস্যু মানতে নারাজ আজহার, ‘কখনও আপনি রান পাবেন আবার কখনও পাবেন না। তবে আমাদের খেলোয়াড়রা ভালো অবস্থায় আছে। দলের ভারসাম্যও খুব ভালো। পাকিস্তান সবসময় ইংল্যান্ডে ভালো পারফর্ম করে।’
এসএএস/পিআর