করোনাভাইরাস মহামারির কারণে চাহিদা সংকেটে চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে গাড়ি তৈরি ৪২ শতাংশ কমেছে। ওই শিল্প সংশ্লিষ্ট বাণিজ্য সংস্থা সোসাইটি ফর মোটর ম্যানুফ্যাকচারারস অ্যান্ড ট্রেডার্স (এসএমএমটি) জানিয়েছে, ১৯৫৪ সালের পর দেশে গাড়ি তৈরি এতটা নিচে নামেনি। খবর বিবিসির।
Advertisement
বিবিসির অনলাইন বৃহস্পতিবারের প্রতিবেদনে জানানো হয়েছে, করোনাভাইরাস লকডাউনের কারণে কারখানাগুলো বন্ধ ছিল। অনেকের চাকরি চলে গেছে। এসএমএমটি সতর্ক করে বলেছে, ব্রেক্সিটের কারণে অতিরিক্ত শুল্ক আরোপ শঙ্কা দ্বিগুণ সংকটে ফেলে দেওয়ায় আরও অনেককে হয়তো চাকরি হারাতে হবে।
সংস্থাটি জানিয়েছে, গাড়ি তৈরির প্রতিষ্ঠান এবং তাদের বিভিন্ন যন্ত্রাংশ ও সেবা সরবরাহ করে এমন কোম্পানিগুলোতে এই ছয় মাসে ১১ হাজার ৩৪৯ জন চাকরি হারিয়েছেন। লকডাউনের কারণে বছরের শুরুতে জাগুয়ার, ল্যান্ড রোভার, হোন্ডা এবং নিশানের মতো ব্রিটিশ গাড়ি নির্মাতা কোম্পানিগুলো উৎপাদন বন্ধ করে।
গত বছরের জুনের তুলনায় এ বছর জুনে ৪৮ শতাংশ কমে গাড়ি তৈরির সংখ্যা ছিল ৫৬ হাজার ৫৯৪টি। একই মাসে যুক্তরাজ্যে গাড়ি বিক্রির সংখ্যা কমেছে ৬৩ শতাংশ। এছাড়া জুনে রফতানি কম হয়েছে ৪৫ শতাংশ। করোনার সংক্রমণ ঠেকাতে লকডাউনে স্থানীয় ও বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় এমন সংকট।
Advertisement
এসএমএমটি এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক হাওয়েস বলেছেন, গাড়ি নির্মাতা কোম্পানি ও তাদের কর্মীদের জন্য সামনে এই পরিস্থিতি আরও খারাপ হবে। সব কোম্পানির জন্য এই সংকট কাটিয়ে ওঠাটা খুব কষ্টসাধ্য হবে। করোনাভাইরাসের কারণে অন্য অনেক শিল্পের চেয়ে এই খাতটি ব্যাপক সংকটে পড়েছে।
তিনি আরও জানান, ২০২০ সালে যুক্তরাজ্যে ২০ লাখ গাড়ি তৈরি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে বাজার পরিস্থিতিতে বিরুপ প্রভাব পড়ায় উৎপাদন অর্ধেকের বেশি কমে যাবে। ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের সঙ্গে ইইউ এর বাণিজ্য চুক্তির ওপর নির্ভর করছে এই শিল্প খাতের ভবিষ্যত।
এসএ/এমএস
Advertisement