দেশজুড়ে

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ২৮ বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বেতনা সীমান্তে বিএসএফের হাতে আটক ২৮ বাংলাদেশি নাগরিককে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে ভারতের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার রাসাকুয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভারতের পাঞ্জাব প্রদেশে ইটভাটায় শ্রমিকের কাজ করার উদ্দেশ্যে ভোরে সীমান্ত অতিক্রম করে এসব বাংলাদেশি। এসময় রাসাকুয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বিএসএফ তাদের আটক করে গোয়ালপুকুর থানায় সোপর্দ করে।আটককৃতদের মধ্যে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের রুহিয়া গ্রামের মৃত সামাদের ছেলে রহিমউদ্দীন (৩০), বদরুলের ছেলে একরা (৩৫), আজিজুলের ছেলে মসিউর (২৬), মেজাহারের ছেলে আজাররুল (৩৩), আমিরুলের ছেলে মামুন (২২), সহিদুলের ছেলে আব্বাস (৩৫), ইউনুসের ছেলে ন্যাঙড়া (২০), সামসুলের ছেলে কালু (১৮), রাসেল (২২), আনটুলর ছেলে বিল্পব (২০), মিজানুরের ছেলে জসিম (১৮) ও ফজিলের ছেলে সাদ্দামের নাম জানা গেছে।বেতনা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রবিউল ইসলাম ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।ঠাকুরগাঁও ৩০ বিজিবি পরিচালক তুষার বিন ইউনুস ও দিনাজপুর-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আখতার ইকবাল ২৮ বাংলাদেশি আটকের সত্যতা নিশ্চিত করে জানান, পতাকা বৈঠকের আগেই বিএসএফ আটককৃতদের পুলিশে সোপর্দ করে।রবিউল এহসান রিপন/বিএ

Advertisement