বাংলাদেশ রেলওয়ে গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কার্যকরী সংসদের নবম ত্রি-বার্ষিক সম্মেলন অবশেষে ঈশ্বরদীতে অনুষ্ঠিত হলো। ২৮ অক্টোবর ঈশ্বরদী আইডিইবি ভবনে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মিজানুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে তিন বছরের রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজাল হোসেন। অনুষ্ঠানে ঈশ্বরদী গার্ড কাউন্সিলের সভাপতি আবু হানিফের পরিচালনায় বক্তব্য রাখেন গার্ড কাউন্সিলের নির্বাহী সভাপতি খবিরউদ্দিন আহমেদ, কার্যকরি সভাপতি আমির হোসেন, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন আহমেদ অতিরিক্ত সাধারণ সম্পাদক কামালউদ্দিন, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন গার্ড কাউন্সিল ঈশ্বরদী শাখার সম্পাদক জিয়াউদ্দিন জিয়া, খুলনা শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস কবির সেলিম, রাজশাহী শাখার সাধারণ সম্পাদক গোলাম আজম, ঢাকা শাখার সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ভুইয়া, চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক বিসি বড়ুয়া। সম্মেলনে ১৬টি হেডকোয়ার্টারের শতাধিক ট্রেন পরিচালক উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।এই সম্মেলন চট্রগ্রামে হওয়ার কথা থাকলেও সেখানে নিরাপত্তাজনিত কারণে স্থগিত করে ঈশ্বরদীতে আয়োজন করা হয়। আলাউদ্দিন আহমেদ/এমজেড/আরআইপি
Advertisement