দিনাজপুরের বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী সরকারসহ তার পরিবারের সদস্য ও নিকট আত্মীয় ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে নতুন করে মেয়রের গাড়ি চালকের নমুনা নেয়া হয়েছে।
Advertisement
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরামপুর পৌরসভার মেয়র লিয়াকত আলী সরকার জানান, তিনি করোনার শুরু থেকে তার এলাকায় ত্রাণ বিতরণ, সচেতনতামূলক কার্যক্রম, বিরামপুর পৌর এলাকায় নো মাস্ক নো এন্টি কার্যক্রম পরিচালনা করছেন। সম্ভবত তার মাধ্যমেই পরিবারের মাঝে করোনা ছড়িয়ে পড়েছে।
তিনি জানান, প্রথমে তার স্ত্রীসহ আরও দুইজনের শরীরে জ্বর আসে। তারপর নমুনা দেয়া হয়। গত ২৬ জুলাই পরিবারের আটজনের, ২৭ জুলাই ৯ জনের এবং ২৮ জুলাই তার নিজের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে তার স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, ভাতিজাসহ পরিবারের ১১ জন ও নিকট আত্মীয় সাতজন রয়েছেন।
Advertisement
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান মেহেদী বলেন, মেয়রসহ তার পরিবারের সদস্য ও নিকট আত্মীয় ১৮ জন পর্যায়ক্রমে করোনা পজিটিভ হয়েছেন। তবে সবাই সুস্থ আছেন। গত ২৬ জুলাই থেকেই পরিবারগুলোকে লকডাউন করা হয়েছে। বুধবার মেয়রের গাড়ি চালকেরও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এমদাদুল হক মিলন/আরএআর/পিআর