করোনাকালে ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন পর্যায়ের অসহায় মানুষের জন্য বিশাল অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্ব ও সঠিক পদক্ষেপের কারণে দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।’
Advertisement
তিনি বুধবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক দেশব্যাপী করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি এবং ২০১৯-২০ অর্থবছরের শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের অনুকূলে অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফোর্বস ম্যাগাজিন করোনা মোকাবিলায় বিশ্বের যে ৭টি দেশের পদক্ষেপের প্রশংসা করে প্রতিবেদন প্রকাশ করেছে তার মধ্যে আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয়েছে।’
এই দুঃসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়াঙ্গনের পাশেও আছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির শুরুতেই ক্ষতিগ্রস্ত খেলোয়াড়দের আমরা এক কোটি টাকা দিয়েছি। পরে প্রধানমন্ত্রী আরো ৩ কোটি টাকা বরাদ্দ দেন। আমরা সে অর্থ দেশব্যাপী অসহায় খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের বিতরণ করছি। এ বছর থেকে আমরা ক্রীড়া ভাতা চালু করেছি। প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াবিদদের সার্বিক কল্যাণে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন। প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের জন্য অসাধারণ অবদান রাখায় আমি তার কাছে কৃতজ্ঞ।’
Advertisement
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরের ৮০টি শিক্ষাপ্রতিষ্ঠান (কলেজ, হাইস্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়) ও ক্রীড়া ক্লাবকে ৫০ হাজার টাকা করে ৪০ লাখ টাকা এবং ৪৫ জন অসচ্ছল খেলোয়াড়কে ৭ হাজার টাকা করে মোট ৩ লাখ ১৫ হাজার টাকা প্রদান করেন। অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরআই/আইএইচএস/পিআর