সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা তোফায়েল হোসেনের উপর হামলার ঘটনায় সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা নাসিক কাউন্সিলর বাদলকে প্রধান আসামি ও নূর হোসেনের দুই ভাইসহ ১৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আহত তোফায়েলের বোন মেরিনা আক্তার বাদী হয়ে বুধবার সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। এছাড়াও এ মামলায় আরও অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়েছে। পুলিশ এ মামলার এজাহারভূক্ত আসামি লিটন ও আকাশকে গ্রেফতার করেছে। এলাকাবাসী জানায়, সোমবার রাত ১০টার দিকে ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদল গ্রুপ হামলা চালায় ৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন ও ছাত্রলীগের নেতাকর্মীদের উপর। এতে যুবলীগ নেতা তোফায়েল ও শিব্বির আহমেদসহ কমপক্ষে ৫ জন ছাত্রলীগের নেতাকর্মী গুরুতর আহত হয়। বর্তমানে গুরুতর আহত যুবলীগ নেতা তোফায়েল হোসেনকেসহ কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।এ ঘটনায় বুধবার আহত তোফায়েলের বোন মেরিনা আক্তার বাদী হয়ে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা ও নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল, বাদলের বাবা নূর ছালাম (নূর হোসেনের বড় ভাই), নূর হোসেনের ছোট ভাই নূর উদ্দিনসহ ১৯ জনের নাম উল্লেখ ছাড়াও আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে। মামলার অন্যান্য আসামিরা হলেন, জুলহাস উদ্দিন লিটন, আসলাম, স্বপন, ফয়সাল, সেলিম খান, সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান বাপ্পী, নবী হোসেন, দেলোয়ার, আকাশ, রুবেল, শান্ত, জাকির হোসেন, রতন, জসিম উদ্দিন ও শাহীন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি সরাফত উল্লাহ জানান, কাউন্সিলর বাদলসহ ১৯ জনকে আসামি করে আহত তোফায়েলের বোন বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন। এরই মধ্যে পুলিশ ২ জন আসামিকে গ্রেফতার করেছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।হোসেন চিশতী সিপলু/এমএএস/আরআইপি
Advertisement