বিনোদন

‘বড্ড ভালোবাসি’ দিয়ে গানের ভুবনে ফরিদ খানের যাত্রা

অসমম্ভব গান পাগল মানুষ ফরিদ খান। ছোটবেলা থেকে গানের প্রতি ভালোবাসা তার। পছন্দের শিল্পীদের গান শুনতে শুনতেই একদিন স্বপ্ন দেখেন নিজের কণ্ঠে গান তোলার; কিন্তু পথের পাশে ছোট্ট চায়ের দোকানে বাঁধা পড়ে যায় তার স্বপ্নগুলো।

Advertisement

গান নিয়ে ফরিদের পাগলামি দেখে তার পাশে দাঁড়ায় বন্ধুরা। স্বপ্নকে সত্যি করে ফরিদ কণ্ঠে তোলেন ‘বড্ড ভালোবাসি’ শিরোনামের গান। এটি তার প্রথম মৌলিক গান।

আবদুল মালেকের কথায় গানটির সুরও করেছেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। ফরিদ খান বলেন, ‘গান নিয়ে স্বপ্ন অনেক আগে থেকেই। বন্ধু-শুভাকাক্সক্ষীদের সহযোগিতা আর অনুপ্রেরণায় অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা।’

সম্প্রতি শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ফরিদ খান মিউজিক স্টেশনে গানটি প্রকাশ করা হয়েছে।

Advertisement

গান নিয়ে ফরিদ খার আরো বলেন, ‘ব্যক্তিজীবনে আমি একজন ফুটপাতের চায়ের দোকান করে জীবন চালাই। এটা আমার জীবনের একটা সবচেয়ে বড় স্বপ্ন ছিল মন প্রাণ কাজটা করলাম হয়তো ভালো গাইতে পারি জীবনের প্রথম দোয়া করবেন আমি যে আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি, ভালোবাসাসহ।’ এলএ/এমকেএইচ