ইরাকে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের ওপর প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে কানাডা। কানাডিয়ান বাহিনী রবিবার দেশটির ফাল্লুজা শহরে প্রায় চার ঘণ্টার অভিযান পরিচালনা করে।কানাডার প্রতিরক্ষামন্ত্রী রব নিকলসন এক বিবৃতিতে এ কথা জানান। তবে হামলা সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। নিকলসন বলেন, মার্কিন নেতৃত্বাধীন মিত্র জোটের অংশ হিসেবে সিএফ-১৮ মডেলের দুটি বিমান ফাল্লুজায় আইএস যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।অভিযান পরিচালনাকারী বিমানগুলো নিরাপদে ঘাঁটিতে ফিরে এসেছে বলেও জানান তিনি। এ সময় অভিযানকারী সেনাদের ধন্যবাদ জানান নিকলসন।কানাডার প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আজকের হামলা প্রমাণ করে তার সরকার সন্ত্রাস দমনে কতটা দৃঢ়। তা ছাড়া আইএস দমনে কানাডা যে তার মিত্রদের পাশে রয়েছে তাও প্রমাণ হয়। - ডেইলি স্টার
Advertisement