দেশজুড়ে

রোগীর সঙ্গে ভালো ব্যবহার সবচেয়ে বড় চিকিৎসা : চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, হাসপাতালে রোগীর সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে চিকিৎসক কর্তৃক রোগীর প্রতি ভালো ব্যবহার। একজন চিকিৎসক বা সংশ্লিষ্ট কেউ যদি রোগীর সঙ্গে ভালো ব্যবহার করেন তাহলে রোগী ঔষধ ছাড়াই অর্ধেক সুস্থ হয়ে যায়। আর বাকী অর্ধেক চিকিৎসা এবং মেডিসিনের মাধ্যমে ভালো হয়। বুধবার দুপুর সাড়ে ১২টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।এসময় তিনি আরো বলেন, কালীগঞ্জ উপজেলায় ৩১ কমিউনিটি ক্লিনিক রয়েছে। এরসব কটিতে সোলার প্লান বসানো হবে। এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জোম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ কুমার দাসসহ স্থানীয় অনেকেই। পরিদর্শনকালে তিনি কমপ্লেক্সের চিকিসৎক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ভর্তিকৃত রোগীদের দেখা করেন। এর আগে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।আব্দুর রহমান আরমান/এমএএস/আরআইপি

Advertisement