বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস বাংলাদেশে প্রথম আঘাত হানে গত ৮ মার্চ। করোনার প্রকোপ ঠেকাতে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ফলে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যবসা-বাণিজ্যে সব থেকে বড় ব্যাঘাত ঘটে।
Advertisement
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসায় এপ্রিল-জুন এই তিন মাসে বেশিরভাগ প্রতিষ্ঠানের মুনাফায় ধাক্কা লেগেছে। অবশ্য ব্যাতিক্রম কিছু দৃশ্যও আছে। করোনা মহামারির মধ্যে মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ার ফলে কিছু প্রতিষ্ঠানের মুনাফা উল্টো বেড়েছে। কোম্পানিগুলোর প্রকাশিত প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।
নিয়ম অনুযায়ী, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে প্রতি তিন মাস পর পর তাদের ব্যবসার আয়-ব্যয়ের তথ্য প্রকাশ করতে হয়। তারই আলোকে এখন তালিকাভুক্ত কোম্পানিগুলোর এপ্রিল-জুন প্রান্তিকের ব্যবসার আয়-ব্যয়ের তথ্য প্রকাশ করছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বুধবার আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ১৫ প্রতিষ্ঠান।
সেন্ট্রাল ইন্স্যুরেন্সচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা ছিল ৪০ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩ পয়সা।
Advertisement
প্রভাতী ইন্স্যুরেন্সচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪২ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৩৩ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়ায় ছয় মাসের হিসাবে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৯ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৯৪ পয়সা।
পূবালী ব্যাংকচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ১ টাকা ৩৪ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ধস নামায় ছয় মাসের হিসাবে কোম্পানিটির মুনাফা কমেছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ১৬ পয়সা।
ব্যাংক এশিয়াচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২১ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ৪৭ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমলেও ছয় মাসের হিসাবে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬ পয়সা।
তাকাফুল ইন্স্যুরেন্সচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২৯ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি মুনাফা হয় ২৫ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়ায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬৬ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৫৪ পয়সা।
Advertisement
নিউ লাইনচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৮ পয়সা। দ্বিতীয় প্রান্তিকের মতো ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ২৮ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৭ পয়সা।
রূপালী ব্যাংকচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়ায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩৭ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ২৫ পয়সা।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৩৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়ায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৫১ পয়সা।
বসুন্ধরা পেপারচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৯ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৯৩ পয়সা।
ওয়াইম্যাক্সচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৬ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৯ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৪ পয়সা।
অগ্নি সিস্টেমচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৬ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়লেও ছয় মাসের হিসাবে কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৮৩ পয়সা।
ঢাকা ব্যাংকচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৬ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমলেও ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮৮ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৭৬ পয়সা।
ফিনিক্স ইন্স্যুরেন্সচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ২৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৩ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমার পাশাপাশি ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮৩ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯ পয়সা।
প্রিমিয়ার ব্যাংকচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৪ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৪ পয়সা।
রূপালী ইন্সুরেন্সচলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ৪৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৫ পয়সা। দ্বিতীয় প্রান্তিকে মুনাফা কমায় ছয় মাসের হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় কমেছে। চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৭ পয়সা।
এমএএস/এনএফ/জেআইএম