চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিপর্যস্ত এখন গোটা বিশ্ব। ভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষে মানুষে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ নিতে হয়েছে লকডাউনের মতো পদক্ষেপ। আর এর ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
Advertisement
চরম ক্ষতির মুখে পড়েছে ব্যবসা-বাণিজ্যও। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার হিসেবে গত জানুয়ারী এবং মে মাসের মধ্যে বিশ্বের পর্যটন খাতে মোট ক্ষতি হয়েছে ৩২ হাজার কোটি ডলার। এক রিপোর্টে সংস্থাটি বলেছে, ২০০৯ সালের বিশ্ব আর্থিক সংকটের সময় যতটা ক্ষতি হয়েছিল, এই ক্ষতি তার তিনগুণ।
এই কয়েক মাসে পর্যটকের সংখ্যা কমেছে ৩০ কোটি। গত বছরের একই সময়ের তুলনায় এটি ৫৬ শতাংশ কম।
বিশ্ব পর্যটন সংস্থার সেক্রেটারি জেনারেল যুরাব পোলোলিকাশভিলি বলেছেন, পর্যটনে এই নাটকীয় ধস লাখ লাখ মানুষের জীবিকাকে ঝুঁকিতে ফেলেছে। সূত্র : বিবিসি।
Advertisement
এনএফ/জেআইএম