দেশজুড়ে

টায়ারের ভেতর ৪০০ বোতল ফেনসিডিল

যশোরের বেনাপোল সীমান্ত থেকে অভিনব কায়দায় ট্রাকের টায়ারের মধ্যে করে পাচারের সময় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের মন্দির সড়কের পাশ থেকে ফেনসিডিলের চালানটি উদ্ধার করা হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

Advertisement

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায় পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলের একটি চালান এনে ছোটআঁচড়া মন্দির সড়কের পাশে ট্রাকের টায়ারের ভেতরে করে পাচার করছে। এর ভিত্তিতে সেখানে বেনাপোল বিওপিতে কর্মরত নায়েক মো. নুরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ফেনসিডিল ধ্বংস করার জন্য ব্যাটালিয়নে পাঠানো হবে বলেও তিনি জানান।

জামাল হোসেন/এফএ/জেআইএম

Advertisement