তথ্যপ্রযুক্তি

সাকিবের সঙ্গে আড্ডার সুযোগ করে দিলো রবি

কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে দেখা করার এক অনন্য সুযোগ এনে দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি। এসএমএস (ম্যাসেজ) এবং ওয়াপ (ওয়ারল্যাস অ্যাপ্লিকেশন প্রটোকল) ডাউনলোড ভিত্তিক প্রতিযোগিতাটি চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রবি।  বিজ্ঞপ্তিতে রবি জানায়, ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ৩৫ হাজার পয়েন্টের লক্ষ্যমাত্রায় পৌঁছে রবি গ্রাহকরা জিতে নিতে পারেন দু’টি নতুন আইফোন সিক্স এস (একটি এসএমএস ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং অপরটি ওয়াপ ডাউনলোড ভিত্তিক প্রতিযোগিতার ভিত্তিতে)। রবি সংযোগের মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করার সঙ্গে সঙ্গে হ্যান্ডসেট বিজয়ী এবং অন্যান্য প্রতিযোগিদের তা জানানো হবে।প্রতিযোগিতায় অংশ নিয়ে ৫ হাজার পয়েন্ট অর্জনকারী সব প্রতিযোগিই (এসএমএস ও ওয়াপ-ভিত্তিক প্রতিযোগিতার) সাকিবের সঙ্গে দেখা করে আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন। তুলতে পারবেন সাকিবের সাথে সেলফিও।  বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,  নতুন ও পুরানো সব গ্রাহকই এ ক্যাম্পেইনের আওতাভূক্ত। আগ্রহী নতুন গ্রাহকরা স্টার্ট এসএইচ (STOP SH) ) লিখে ৩৩৩৩ নাম্বারে এসএমএস করে সেবাটি পেতে এবং প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।নিবন্ধনের উপর ভিত্তি করে প্রতিযোগিতার জন্য নির্দেশনা এবং নৈর্ব্যত্তিক উত্তরসহ সাকিব আল হাসান সম্পর্কিত একটি প্রশ্ন পাঠানো হবে। রবি গ্রাহকদের ১ বা ২ লিখে ৩৩৩৩ নাম্বারে প্রশ্নের উত্তর পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের মূল্য হবে ২ দশমিক ৩৭ টাকা (সম্পূরক শুল্ক ও ভ্যাট সহ)। প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ পয়েন্ট এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১ পয়েন্ট পাবেন গ্রাহকরা। কুইজে অংশগ্রহণকারীর অবস্থান জানতে স্কোর (SCORE) লিখে ৩৩৩৩ নম্বরে এসএমএস পাঠাতে হবে। নিবন্ধিত অংশগ্রহণকারী যে কোনো সময় এই সেবা বন্ধ করতে স্টপ এসএইচ (STOP SH) লিখে ৩৩৩৩ নম্বরে এসএমএস পাঠাতে বা *৩৩৩৩*১৫২# নাম্বরে ডায়াল করতে পারবেন। ওয়াপ ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে রবি গ্রাহকদের ওয়াপ ভিত্তিক কনটেন্ট সেবা মোবিমজায় নিবন্ধন করতে হবে। আগ্রহী নতুন গ্রাহকরা www.mobimoja.com সাইটটিতে নিবন্ধন অথবা স্টার্ট মোবিমজা (START MOBIMOJA) লিখে ৩৩৩৩ নম্বরে এসএমএস করে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তারা ইউএসএসডি কোড *৩৩৩৩*৪১১# নাম্বারে ডায়াল করেও  নিবন্ধন করতে পারবেন।আরএম/এসকেডি/আরআইপি

Advertisement