জাতীয়

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও মাস্ক পরা নিশ্চিতে পরিপত্র জারি

স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (প্রশাসন-১) উপসচিব মো. আনোয়ার হোসাইন আকন্দ স্বাক্ষরিত পরিপত্র গতকাল (২৭ জুলাই) জারি করা হয়।

Advertisement

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২০ এপ্রিলের একটি পত্রের বরাত দিয়ে পরিপত্রে বলা হয়েছে, ‘করোনাভাইরাস প্রতিরোধ, ক্ষতিগ্রস্তদের মাঝে চলমান ত্রাণ কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসমন্বয়ের লক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আলী নরকে ঢাকা জেলার সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।’

‘আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকা এবং ঢাকা জেলার পাঁচটি উপজেলায় জনসমাগম ও জনগণের চলাচল বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।’

‘এমতাবস্থায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন এলাকা এবং ঢাকা জেলার পাঁচটি উপজেলায় নিম্নলিখিত স্থাপনা-স্থানে অবস্থানকারী, যাতায়াতকারী ব্যক্তিদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

Advertisement

যেসব স্থাপনা ও স্থানে সচেতনতা বৃদ্ধি এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে, সেগুলো হলো -

১. মসজিদ, মন্দির, গির্জাসহ সব ধর্মীয় উপাসনালয়।

২. হাট-বাজার, দোকানপাট, শপিংমল এবং বিপণি-বিতান।

৩. গণপরিবহনের যাত্রী-চালক এবং চালকের সহকারী।

Advertisement

৪. গার্মেন্টস ফ্যাক্টরিসহ সব শিল্প-কারখানা।

৫. হকার, রিকশা-ভ্যান চালকসহ সব পথচারী।

৬. সব ধরনের সামাজিক অনুষ্ঠানে আগত ব্যক্তি এবং

৭. হোটেল-রেস্টুরেন্টে কর্মকর্তা-কর্মচারী ও আগত ব্যক্তি।

এমইউ/জেডএ/এমকেএইচ