রাজনীতি

বন্যা মোকাবেলায় ‘টাস্ক ফোর্স’ গঠন করুন

দেশের বন্যা পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এক বিবৃতিতে বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ‘টাস্ক ফোর্স’ গঠন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement

ঈদের আগে বন্যাদুর্গত প্রতিটি পরিবারের কাছে জরুরি ভিত্তিতে খাদ্য, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ ঔষধসামগ্রী ও নগদ টাকা পৌঁছাতে ত্রাণ-পুনর্বাসন মন্ত্রণালয়সহ সরকারের প্রতি দাবিও জানিয়েছেন তিনি।

বিবৃতিতে সাইফুল বলেন, বন্যা কবলিত ৩১টি জেলার লক্ষ লক্ষ বানভাসি পরিবারের ঘরে ঘরে এখন হাহাকার। তাদের অধিকাংশেরই ঘরে খাবার নেই, হাতে নগদ টাকা নেই, কর্মসংস্থানের সুযোগ নেই, অনেকেই আশ্রয়হীন হয়ে স্থানীয় স্কুল-কলেজে আশ্রয় নিয়েছে। হাঁস-মুরগি আর গবাদি পশু নিয়ে তারা পড়েছেন মহাবিপদে। তিনি স্কুল-কলেজে-বাঁধের উপর আশ্রয় নেয়া পরিবারের জন্য লংগরখানা খোলারও দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, এবারকার বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার কারণে কৃষকের ফসলহানিসহ সমূহ বিপদের ঝুঁকি ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ৮০ থেকে ৮৫ শতাংশ বানভাসি মানুষের কাছে এখনও কোন ত্রাণসামগ্রী পৌঁছেনি। সরকারি ত্রাণ তৎপরতা এখনো অনেকটাই প্রচারসর্বস্ব।

Advertisement

এফএইচএস/এনএফ/এমকেএইচ