ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত এবং ফলিত গণিত বিভাগে ‘রনদা প্রসাদ রায় অ্যাওয়ার্ড অব একাডেমিক এক্সিলেন্স’ প্রবর্তন করা হয়েছে। প্রয়াত রনদা প্রসাদ রায়ের স্মৃতি রক্ষার জন্য নাম প্রকাশে অনিচ্ছুক একজন মুসলমান দাতা এই অর্থ প্রদান করেছেন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের কাছে এই অ্যাওয়ার্ড প্রবর্তনের লক্ষ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং কোষাধ্যক্ষ ড. গৌর গোবিন্দ গোস্বামী ২৪ লাখ ৪৪ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আরশাদ মোমেন, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মন্ডল, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুস সামাদ, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসীম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত এবং ফলিত গণিত বিভাগের বিএস ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত হিন্দু ধর্মাবলম্বী দু’জন শিক্ষার্থীকে ‘রনদা প্রসাদ রায় অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অ্যাওয়ার্ড প্রবর্তনে আর্থিক অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই অনুদানের ফলে ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় আরও উৎসাহিত ও মনোযোগী হবে। দাতার দৃষ্টান্ত অনুসরণ করে মেধাবী শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসার জন্য তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।প্রসঙ্গত, রনদা প্রসাদ রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে বর্বর পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত হন তিনি।এমএইচ/একে/আরআইপি
Advertisement