পাবনার ভাঙ্গুড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মঞ্জুর কাদের বাবু (৫২) নামে এক স্কুল কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
Advertisement
সোমবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে স্বাস্থ্যবিধি মেনে নৌবাড়িয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
মঞ্জুর কাদের বাবু ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল হাই স্কুলের অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। তিনি ভাঙ্গুড়া পৌরসভার মন্ডল মোড় এলাকার বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঞ্জুর কাদের বাবু কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর নিয়েই গত শনিবার (২৫ জুলাই) হাটে কোরবানির পশু কিনতে যান। কোরবানির পশু কেনা শেষে বাড়ি ফিরে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। বাড়িতেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। সোমবার সকালে তার পরিবারের লোকজন তাকে পাবনায় নিয়ে যান। সেখানে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
Advertisement
পরে বিকেলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপসর্গ দেখে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, মঞ্জুর কাদের বাবুর শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল।
আরএআর/এমএস
Advertisement