ক্যাম্পাস

জাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘বি’ ইউনিটের (সমাজবিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাত ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আমির হোসেন জানান, বুধবার ৩টি ভিন্ন ভিন্ন শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ১৫ হাজার ৮৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ছেলেদের ২০৩টি আসনের জন্য ২ হাজার ৩১ জন এবং মেয়েদের ১৫৩টি আসনের জন্য উত্তীর্ণ ১ হাজার ৫২০ জনের ফল প্রকাশ করা হয়েছে। তিনি আরও জানান, সাধারণত অনুষদের মোট আসন সংখ্যার বিপরীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১০ গুণ শিক্ষার্থীর ফল প্রকাশ করা হয়ে থাকে। তবে প্রকৃত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এর থেকেও বেশি। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের আওতাধীন মোট ৬টি বিভাগ রয়েছে।ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu/admissionresults) পাওয়া যাবে। এছাড়া মোবাইল ফোনে ফল পেতে JU R Roll No লিখে পাঠাতে হবে ৯৯৩৩ নম্বরে।হাফিজুর রহমান/এমএএস/আরআইপি

Advertisement