জাতীয়

ব্রুনেই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চার দিনের সফরে ঢাকায় পৌছেছে ব্রুনেই সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল। সফরের অংশ হিসেবে বুধবার সেনা ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রুনাই সশস্ত্র বাহিনীর কমান্ডার মেজর জেনারেল দাতো পাদুকা সেরি মোহদ তাইহ বিন আবদুল্লাহ।ঢাকা সেনানিবাসের সেনাসদরে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় পারস্পরিক কুশলাদি বিনিময় ও পেশাগত বিষয়ে তারা আলোচনা করেন।এদিন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিার) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।সৌজন্য সাক্ষাতের আগে ব্রুনাইয়ের প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারীদের প্রতি শ্রদ্ধা জানান। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।এর আগে ২৭ অক্টোবর মেজর জেনারেল দাতো পাদুকা সেরি মোহদ তাইহ বিন আবদুল্লাহর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসে। ৩০ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।এআর/এএইচ/আরআইপি

Advertisement