বাংলাদেশের উন্নয়নে ২১১ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। সোমবার ঢাকায় শেষ হওয়া বাংলাদেশ-জার্মানি উন্নয়ন সহায়তা বৈঠকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।ঢাকাস্থ জার্মান দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিশ্রুত অর্থের মধ্যে ১৪০ মিলিয়ন দেওয়া হবে নবায়ন যোগ্য জ্বালানি উৎপাদন এবং জ্বালানি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির জন্য। বাকী অর্থ জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় গৃহীত কর্মসূচির জন্য দেওয়া হবে।বৈঠকে জার্মান প্রতিনিধি দলের প্রধান সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য অর্জনের প্রশংসা করেন। ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নে জার্মান সহায়তা অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।বৈঠকে বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহ এবং জার্মানির পক্ষে নেতৃত্ব দেন সে দেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান ড. উলফরম কেলিন।
Advertisement