বিনোদন

আশা জাগিয়েছে ভালোবাসার গল্প

অনেক আশার স্বপ্ন দেখিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছিলো আলোচিত চলচ্চিত্র ‘রানআউট’। দারুণ গল্প, নির্মাণের অপূর্ব মুন্সিয়ানা নিয়েও অবৈধ প্রচারের দায়ে সমালোচিত হয়েছে তন্ময় তানসেনের দ্বিতীয় ছবিটি। ব্যবসার বাজারেও পড়েছে মুখ থুবড়ে। তবে নকল ও ১৮ প্লাস ছবি কোনো ছবিই যখন দর্শকদের হলমুখী করতে পারলো না তখন নতুন এক সাফল্যের গল্প লিখলেন অনন্য মামুন। নিজের চতুর্থ ছবিতে বাজিমাত করেছেন তিনি। সাবলীল গল্প বলার ঢঙে তিনি রুপালি ফিতায় তুলে ধরেছেন সত্যিকারের এক ভালোবার গল্প; যা ছুঁয়ে গেছে দর্শকদের মন। আর স্বাভাবিকভাবেই এই ছবিটির সাফল্যে আশা জেগেছে চলচ্চিত্রাঙ্গনে। ভালোবাসার গল্প প্রমাণ দিয়েছে মৌলক ও মনে দাগ কাটার মতো গল্প হলে, নির্মাণের পরিচ্ছন্নতা থাকলে, শ্রুতিমধুর গান হলে, অভিনয়ে প্রাণ থাকলে কম বাজেটের ছবি দেখতেই দর্শক হলে যাবেন।গেল ২৩ অক্টোবর শুক্রবার মুক্তি পেয়েছে অনন্য মামুনের ‘ভালোবাসার গল্প’ চলচ্চিত্রটি। আনিসুর রহমান মিলন ও আরজু কায়েসের বিপরীতে এই ছবিতে বড় পর্দায় অভিষেক হয়েছে মুনিয়া আফরিনের। মাত্র ৫১টি সিনেমা হলে মুক্তি পাওয়ায় অনেকেই নানা কথা বলছিলেন ‘ভালোবাসার গল্প’ ছবিটি নিয়ে। দাবি উঠেছিলো একই দিনে ৯৪টি হলে মুক্তি পাওয়া বিগ বাজেটের ‘নগর মাস্তান’ ছবির সাথে তাল মিলাতে পারবেন না অনন্য মামুন। কিন্তু অশ্লীলতায় ভরপুর, দুর্বল গল্প আর অমনযোগী নির্মাণের নগর মাস্তান হালে পানি পায়নি বলেই শোনা যাচ্ছে। এদিকে ভালোবাসার গল্প ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করে চলচ্চিত্রে সফল যাত্রা করলেন মুনিয়া। সময়ের আলোচিত সব নায়িকাদের ছবি যখন নকল ও অশ্লীলতার অভিযোগে ঐতিহাসিক ফ্লপের কাতারে নাম তুলছে, ঠিক সেসময় মৌলিক মিষ্টি প্রেমের ছবিতে অভিনয় করে নিজের চলচ্চিত্র ক্যারিয়ার দীর্ঘ করার আভাস দিলেন এই নবাগতা। তার সাবলীল অভিনয়ে মুগ্ধ দর্শক। পাশাপাশি নির্মাতা ও অভিষিক্ত নায়িকার মতোই ‘ভালোবাসার গল্প’তে অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন মিলন। এটিকে তার কামব্যাক মুভিও বলা চলে। কারণ ‘অনেক সাধের ময়না’ ছবির পর এই নায়কের মুক্তি পাওয়া ‘ভালোবাসা সীমাহীন’, ‘প্রেম করবো তোমার সাথে’, ‘ব্ল্যাক মেইল’ ছবিগুলো তেমন সাড়া জাগাতে পারেনি। তবে দাপুটে অভিনয় দিয়ে দর্শকদের কিছুটা তৃপ্ত করতে পেরেছিলেন মিলন। এবার ‘ভালোবাসার গল্প’ দিয়ে নিজেকে রোমান্টিক নায়ক হিসেবেও প্রমাণ করলেন তিনি। প্রশংসা পেয়েছেন ছবিতে একটি নেতিবাচক ছবিতে কাজ করা আরজুও। তবে চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, এখন পর্যন্ত অনন্য মামুন পরিচালিত ছবিটি বেশ প্রশংসা পেলেও এর ব্যবসায়িক সাফল্য সম্পর্কে বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। তবে সবাই এই ছবির টিমকে অভিনন্দিত করেছেন নতুন করে আশা জাগানোর জন্য। এদিকে নির্মাতা মামুন জানালেন, আগামী সপ্তাহে সারা দেশে আরো বেশ কিছু সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ভালোবাসার গল্প’। এলএ/আরআইপি

Advertisement