দেশজুড়ে

সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপি অস্তিত্বহীন : নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি গত নির্বাচন না করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে অস্তিত্বহীন হয়ে পড়েছে। এজন্য দেশের মাটিতে স্থান না পেয়ে খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছেন। বুধবার দুপুরে সিরাজগঞ্জের নদী ভাঙনে বিপর্যস্থ চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুনঃনির্মাণকৃত ভবন উদ্বোধন শেষে খাসকাউলিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা মাঠে থানা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।তিনি আরো বলেন, মামলা-মোকাদ্দমায় পড়ে তাদের নেতা-কর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। এজন্য খালেদা জিয়াই দায়ী। খালেদা জিয়া তার ছেলে তারেক জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে বসে দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারাই নিরাপরাধ বিদেশি বন্ধুদের হত্যা করে দেশকে বহির্বিশ্বে অস্থিতিশীল করার তৎপরতা চালাচ্ছেন। তাদের এই চক্রান্ত দেশের জনগণ কখনো মেনে নেবেন না। দেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জাতি।মন্ত্রী বলেন, আবার চাল রফতানি করে ইতিহাস সৃষ্টি করেছি। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, খাদ্য ঘাটতি মোকাবেলা, অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ ঘাটতি নিরসনসহ সামগ্রিকভাবে দেশ যখন পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাড়াচ্ছে তখন জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি চোরাগুপ্তা সন্ত্রাসী কাজ পরিচালনা করছে। তাদের প্রতি অপকর্মের রহস্য বের হয়ে আসছে। তাই ষড়যন্ত্রের বিদ্বেষী পথ পরিহার করে আগামী নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেবার আহবান জানিয়েছেন তিনি।সমাবেশে চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী মোল­ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাংসদ আব্দুল মজিদ মণ্ডল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের উপদেষ্টা অধ্যাপক ডা. আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকার, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সিরাজ, যুবলীগের কামরুল হায়দার মুন্না, মোল­া বাবুল আক্তার প্রমুখ।এর আগে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন। এসময় সিরাজগঞ্জ-৫ আসনের সাংসদ আব্দুল মজিদ মণ্ডল, সিরাজগঞ্জে সিভিল সার্জন ডা. দেবপ্রদ রায়, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল বারী, শাহজাদপুর সার্কেলের এএসপি আবুল হাসনাতসহ দলীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।বাদল ভৌমিক/এমজেড/আরআইপি

Advertisement