জাতীয়

করোনায় কর্মহীন পরিবারের মাঝে অর্থ সহায়তা

মহামারি করোনার প্রভাবে কর্মহীন, দুস্থ এবং অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এবং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স ইন আমেরিকা (এএবিইএ)।

Advertisement

মঙ্গলবার (২৮ জুলাই) যৌথ উদ্যোগে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স স্টাফ কলেজে দুই শতাধিক পরিবারের মাঝে দেড় হাজার টাকা করে নগদ অর্থ দেয়া হয়, যা পরেও অব্যাহত থাকবে।

এ সময় প্রধান অতিথি ছিলেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। উপস্থিত ছিলেন আইইবির সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল কালাম হাজারী, নবনির্বাচিত সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী রনক আহসান।

প্রধান অতিথি প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বলেন, বিশ্ব এক ভয়ঙ্কর পরিস্থিতিতে যাচ্ছে। এ পরিস্থিতিতে পৃথিবীর বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এ পরিস্থিতিতে দুই শতাধিক কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Advertisement

এইউএ/এএইচ/পিআর