আন্তর্জাতিক

ইরাকে মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

ইরাকে একটি মার্কিন ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। দেশটির তাজি সামরিক ঘাঁটিতে সোমবার ওই হামলা চালানো হয়। ওই ঘাঁটিতে দীর্ঘদিন ধরেই মার্কিন সেনারা অবস্থান করছে। এর আগেও সেখানে বেশ কয়েকবার রকেট হামলা চালানো হয়েছে।

Advertisement

ইরাকের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার চারটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে। তবে ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুধুমাত্র ওই ঘাঁটির সরঞ্জামাদির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠীই ওই হামলার দায় স্বীকার করেনি।

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে, তাজি ঘাঁটিতে অন্তত চারটি রকেট আঘাত হেনেছে। রকেট হামলায় ইরাকের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।

এদিকে, ইরাকের সালাউদ্দিন প্রদেশের তিকরিত এয়ার একাডেমিতে সোমবার সন্ধ্যায় দুই দফা বিস্ফোরণ ঘটেছে। ইরাকি সামরিক বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের পর ঘাঁটিতে আগুন ধরে যায় তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিকরিত এয়ার একাডেমি অনেক আগেই মার্কিন সামরিক বাহিনী দখল করেছে।

Advertisement

টিটিএন/জেআইএম