জাতীয়

চমেকে পাওয়া যাবে বিদেশগামীদের করোনা সনদ

বিদেশ গমনেচ্ছু বাংলাদেশি যাত্রীদের কোভিড-১৯ মুক্ত সনদ প্রদানের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) স্থাপিত ল্যাবরেটরিকে অন্তর্ভুক্ত করার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

Advertisement

সোমবার (২৭ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, বিদেশ গমনেচ্ছু বাংলাদেশি যাত্রীদের করোনামুক্তির সনদ প্রদানের জন্য সারাদেশে ১৭টি হাসপাতাল ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেয়া হয়েছে। এসব হাসপাতাল ও প্রতিষ্ঠানের সঙ্গে চমেকে স্থাপিত ল্যাবরেটরিকে করোনামুক্তি সনদ প্রদানের জন্য নির্দেশক্রমে অন্তর্ভুক্ত করা হলো।

এতে আরও বলা হয়, এই মেডিকেল কলেজে সম্পন্নকৃত করোনামুক্তি সনদ দেশের সকল বিমানবন্দর-স্থলবন্দরে প্রদর্শনপূর্বক বিদেশভ্রমণের বিষয়ে অনুমতি প্রদানের জন্য অনুরোধ করা হলো।

Advertisement

বাংলাদেশে করোনা পরিস্থিতি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৯৬৫ জন। ২৪ ঘণ্টায় করোনা মিলেছে আরও দুই হাজার ৭৭২ জনের মধ্যে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ২৬ হাজার ২২৫

সোমবার (২৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Advertisement