স্বাস্থ্য অধিদফতরের লাইফস্টাইল, হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশনের উপপ্রধান প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ নাছির উদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে বদলি করা হয়।
Advertisement
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুছ সালাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৭ জুলাই) যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে দাফতরিক কাজের সুবিধার্থে বদলি ও পদায়ন করা হয় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদফতরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপারেশন প্ল্যানে বদলি ও পদায়নের জন্য একটি তালিকা তৈরি করা হয়েছে। তাদের অনেককেই বদলি করে অন্যত্র পদায়ন করার প্রক্রিয়া চলছে।
Advertisement
এর আগে গত ৮ জুন স্বাস্থ্যসেবা বিভাগের দুই অতিরিক্ত সচিবকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়। ৪ জুন সরিয়ে দেয়া হয় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে।
এমইউ/বিএ