অসদাচরণের অভিযোগে আনোয়ার সাদাত নামের এক এমএলএসএসকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা সোমবার (২৭ জুলাই) অফিস আদেশ জারি করেছে।
Advertisement
আনোয়ার সাদাত একজন বিচারপতির বাসভবনে কর্মরত ছিলেন। করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যঝুঁকি এবং নিরাপত্তার জন্য তাকে কর্মস্থলে অবস্থান করতে বলা হয়। কিন্তু তিনি তা অমান্য করে ময়মনসিংহের নিজ বাড়িতে চলে যান। এরপর আর যোগাযোগ করেননি তিনি।
নির্দেশ অমান্য করে কর্মস্থল ত্যাগ করা, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি, কর্তব্যকাজে অবহেলা- ইত্যাদি ঔধত্যপূর্ণ আচরণ অফিস শৃঙ্খলা পরিপন্থী। যা ১৯৮৩ সালের হাইকোর্টের কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে অসদাচরণের সামিল এবং শাস্তিযোগ্য অপরাধ বিধায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে আদেশে উল্লেখ করা হয়।
এফএইচ/বিএ
Advertisement