এনসিডি অ্যালায়েন্স গত ১৩ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, বিশ্বের মোট ২০টি সিভিল সোসাইটি সংগঠনকে তারা আর্থিক সহায়তা প্রদান করবে যারা অসংক্রামক ব্যাধি (এনসিডি) এবং কোভিড -১৯ নিয়ে বিভিন্ন দেশে কাজ করছে।
Advertisement
বিভিন্ন দেশের জাতীয় ও আঞ্চলিক সংগঠন মিলিয়ে সর্বমোট ৪৪টি প্রস্তাবনা পেয়েছিল এনসিডি অ্যালায়েন্স। তাদের মধ্যে ২০টি সংগঠনকে সংহতি তহবিল দেয়ার জন্য পর্যবেক্ষণ কমিটি নির্বাচিত করে। বাংলাদেশ থেকে ‘নন-কমিউনিকেবল ডিজিজ ফোরাম (এনসিডিএফ)’, এমিনেন্স এসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট-এর নেতৃত্বে এই সংহতি তহবিলের জন্য নির্বাচিত হয়েছে।
নন-কমিউনিকেবল ডিজিজ ফোরাম আগামী ছয় মাস কোভিড-১৯ চিকিৎসা, গবেষণা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অসংক্রামক রোগকে (ডায়াবেটিক, ক্যান্সার, হাইপার টেনশন, মেন্টাল হেলথ ও সিওপিডি) অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।
এমএআর/এমএস
Advertisement