গাড়ির ক্রেতাসহ আগ্রহীদের প্রয়োজনীয় সেবা প্রদান এবং রিকন্ডিশন্ড গাড়ির অভ্যন্তরীণ বাজার উজ্জীবিত করার লক্ষ্যে অফিসিয়াল ওয়েব পোর্টাল চালু করলো বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।
Advertisement
সোমবার (২৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট আবদুল হক কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে রোববার www.barvida.com.bd পোর্টালটি উদ্বোধন করা হয়।
সংগঠনের সব সদস্যের প্রোফাইলসহ এ খাত সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য এ ওয়েব পোর্টালটিতে পাওয়া যাবে। এছাড়া গাড়ির ক্রেতা ও আগ্রহী ব্যক্তিদের সেবা প্রদানের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। পাশাপাশি এখন থেকে বারভিডার সদস্যপদের জন্য পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।
বারভিডা গত তিন দশকেরও বেশি সময় ধরে দেশের পরিবহন খাতে মোটরযান সরবরাহে সিংহভাগ অবদান রেখে আসছে। জাতীয়ভিত্তিক এই বাণিজ্য সংগঠনটিতে বর্তমানে প্রায় ৯০০ সদস্য প্রতিষ্ঠান রয়েছে। এ খাতে তাদের বিনিয়োগ প্রায় ২০ হাজার কোটি টাকা।
Advertisement
বারভিডার সদস্য প্রতিষ্ঠানগুলো সরকারকে বছরে কয়েক হাজার কোটি টাকা রাজস্ব প্রদান করে থাকে। এ খাতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।
বারভিডা সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট এস এম আনোয়ার সাদাত, মোহা. সাইফুল ইসলাম (সম্রাট) ও মো. জসিম উদ্দিন মিন্টু এবং অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসআই/এসএইচএস/পিআর
Advertisement