আন্তর্জাতিক

ট্রাম্পের উপদেষ্টা করোনায় আক্রান্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রবার্ট ও’ব্রায়েনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

Advertisement

ট্রাম্পের এই উপদেষ্টা করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানেন এমন এক কর্মকর্তা বলেন, গত সপ্তাহ থেকে অফিস করছেন না ও’ব্রায়েন।

একটি সূত্র বলছে, পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নেয়ার পর করোনায় আক্রান্ত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রায়েন। বাড়িতে আইসোলেশনে থেকে তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের দায়িত্ব পালন করছেন। অফিসের অধিকাংশ কাজ টেলিফোনে সারছেন বলে জানিয়েছে সূত্রটি।

ব্লুমবার্গ বলছে, ও’ব্রায়েনের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছেন।

Advertisement

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারির প্রকোপ অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে শুরু করেছে। দেশটিতে গত কয়েকদিন ধরে এক হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, বিশ্বে সবচেয়ে ভয়াবহ প্রকোপের মধ্যে থাকা যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু প্রায় ১ লাখ ৪৭ হাজার ছুঁইছুঁই।

গত প্রায় ১৩ দিন ধরেই দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। প্রত্যেকদিন গড়ে ৬০ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন।

গত মে মাসে যুক্তরাষ্ট্রের বেশ কিছু প্রদেশে বিধি-নিষেধ উঠে যাওয়ার পর জুন থেকেই করোনায় সংক্রমণ আবারও বাড়তে শুরু করে। প্রথম দিকে করোনায় মৃত্যুপরী হয়ে ওঠা নিউইয়র্কে প্রকোপ কমে এলেও বর্তমানে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো এখন নতুন কেন্দ্রে পরিণত হচ্ছে।

এসআইএস/পিআর

Advertisement