করোনা মোকাবিলায় নাগরিক ঐক্যের গঠিত মেডিকেল টিমের প্রধান চিকিৎসক ডা. শোয়েব মোহাম্মদ করোনা আক্রান্ত হয়েছেন।
Advertisement
রোববার (২৬ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষায় তিনি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।
ডা. শোয়েব মোহাম্মদ গণস্বাস্থ্য নগর হাসপাতাল এবং সিটি হাসপাতালে কর্মরত। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা চিকিৎসার সময়ও তিনি সেখানে যুক্ত ছিলেন।
দেশে মহামারি করোনা সংক্রমণ শুরু হবার পর গত ২৪ মার্চ করোনা আক্রান্তদের টেলিমেডিসিন সেবা এবং সরাসরি রোগীর বাড়িতে গিয়ে স্বাস্থ্যসেবা দেয়ার জন্য মেডিকেল টিম গঠন করে নাগরিক ঐক্য। করোনা মোকাবিলায় এটিই বাংলাদেশে গঠিত প্রথম টেলিমেডিসিন টিম।
Advertisement
চিকিৎসা সেবার পাশাপাশি ছিন্নমূল মানুষদের মধ্যে একবেলা রান্না করা খাবার বিতরণের ব্যবস্থাও করেছিলেন ডা. শোয়েব।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ডা. শোয়েব মোহাম্মদের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
কেএইচ/এসআর/পিআর
Advertisement