জাতীয়

৮ দিনে করোনা হাসপাতালে শয্যা কমেছে ২৮৬টি

আতঙ্ক কমলেও করোনায় আক্রান্ত ও মৃত্যু এখনও কমেনি দেশে। অথচ ইতোমধ্যে করোনা রোগীদের জন্য হাসপাতালে শয্যার সংখ্যা কমতে শুরু করেছে। গত আট দিনে সারাদেশে করোনা ডেডিকেটেড হাসপাতালের শয্যা সংখ্যা কমেছে ২৮৬টি।

Advertisement

নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে গত ২০ জুলাই স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচাক ডা. নাসিমা সুলতানা জানিয়েছিলেন, করোনা রোগীদের জন্য সারাদেশে করোনা ডেডিকেটেড হাসপাতালে সাধারণ শয্যা আছে ১৫ হাজার ৪৬৮টি। আজ সোমবার তিনি জানান, সারাদেশে সবমিলিয়ে সাধারণ শয্যার সংখ্যা ১৫ হাজার ১৮২টি। অর্থাৎ, এই আট দিনের ব্যবধানে সারাদেশে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যার সংখ্যা কমেছে ২৮৬টি।

করোনা রোগীদের শয্যার চিত্র তুলে ধরে আজ নাসিমা সুলতানা বলেন, ‘সারাদেশে সবমিলিয়ে সাধারণ শয্যার সংখ্যা ১৫ হাজার ১৮২টি এবং তাতে রোগী ভর্তি আছে চার হাজার ১৪৩ জন। সারাদেশে আইসিইউ শয্যার সংখ্যা ৫৩৩টি এবং রোগী ভর্তি আছেন ২৮৪ জন।’

ঢাকা মহানগরীর সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন দুই হাজার ১৩৪ জন এবং আইসিইউ শয্যায় রোগী ভর্তি আছেন ১৭২ জন। চট্টগ্রাম মহানগরীর সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন ৩০৯ জন এবং আইসিইউতে রোগী ভর্তি আছেন ১৮ জন।’

Advertisement

করোনা রোগীদের জন্য সারাদেশে আইসিইউ শয্যা আছে ৬৬২টি। তার মধ্যে ভর্তি আছেন ২৮৩ জন এবং খালি আছে ২৫২টি শয্যা।

নাসিমা সুলতানা আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৫৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ১২ হাজার ৮৫৯টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ২৪ হাজার ৪১৭টি। নতুন পরীক্ষায় করোনা মিলেছে দুই হাজার ৭৭২ জনের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ২৬ হাজার ২২৫ জনে।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৯৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৮০১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৫ হাজার ৬৮৩ জনে।

Advertisement

পিডি/এসআর/পিআর