লাইফস্টাইল

কাটা মশলায় খাসির মাংস রান্নার সহজ রেসিপি

কুরবানির ঈদের খাবারে খাসির মাংসের নানা পদ থাকেই। কাটা মশলায় মাংসের স্বাদ অনন্য হবে যদি রেসিপি জানা থাকে। ঈদের খাবারের তালিকায় রাখতে পারেন কাটা মশলায় খাসির মাংস। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

Advertisement

উপকরণ:খাসির মাংস এক কেজিআদা কুচি দুই চা চামচরসুন কুচি দুই চা চামচপেঁয়াজ কুচি এক কাপআস্ত জিরা এক চা চামচমরিচ গুঁড়া এক টেবিল চামচহলুদ গুঁড়ো এক টেবিল চামচদারুচিনি তিন টুকরাএলাচ তিনটিলবঙ্গ তিনটিআস্ত গোলমরিচ ছয়-সাতটিতেল পরিমাণমতোলবণ স্বাদমতো।

প্রণালি:প্রথমে খাসির মাংসের সঙ্গে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আস্ত জিরা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, দারুচিনি, এলাচ, লবঙ্গ, আস্ত গোলমরিচ, তেল ও লবণ মিশিয়ে মেরিনেটের জন্য একঘণ্টা ফ্রিজে রেখে দিন। এরপর প্যানে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। সেদ্ধ হয়ে এলে এবং পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করুন কাটা মশলায় খাসির মাংস।

এইচএন/এএ/এমকেএইচ

Advertisement