দেশজুড়ে

রাকিব হত্যা মামলার যুক্তিতর্ক ১ নভেম্বর

আগামী ১ নভেম্বর খুলনায় চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার যুক্তিতর্কের দিন ধার্য করেছেন আদালত। এর আগে মামলার ৩৮ জন সাক্ষীর আদালতে দেওয়া সাক্ষ্য পৃথকভাবে তিন আসামি ওমর শরীফ, তার মা বিউটি বেগম ও চাচা মিন্টু খানকে সংক্ষিপ্তাকারে পড়ে শোনানো হয়। এরপর আদালত তিন আসামিকেই এ বিষয়ে তাদের কিছু বলার আছে কি-না জানতে চাওয়া হলে তারা “না” বলেন।খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা এ দিন ধার্য করেন। বুধবার দুপুরে এই তারিখ নির্ধারণ করা হয়।পরীক্ষার সময় আদালতে তিনজন আসামিই নিজেদের নির্দোষ দাবি করে তাদের কোনো সাফাই সাক্ষী নেই বলে জানান। আদালত তাদের কথা শোনার পর আগামী ১ নভেম্বর মামলার যুক্তিতর্কের দিন ধার্য করেন।গত ২৫ অক্টোবর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ফৌজদারি কার্যবিধির ৩৫২ ধারা অনুযায়ী আসামিদের বক্তব্য পরীক্ষা-নিরীক্ষা ও আত্মপক্ষ সমর্থনের জন্য ২৮ অক্টোবর দিন ধার্য করা হয়।বুধবার এ কার্যক্রমে আদালতে উপস্থিত ছিলেন মামলার উভয়পক্ষের আইনজীবীরা।আলমগীর হান্নান/এমএএস/আরআইপি

Advertisement