প্রবাস

বাংলাদেশের ২ হাজার শিক্ষার্থীর জন্য পিপলএনটেকের স্কলারশিপ ঘোষণা

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাদেশি প্রযুক্তিপ্রতিষ্ঠান পিপল এন টেক বাংলাদেশের আইটি শিক্ষার্থীদের জন্য দুই কোটি টাকার বিশেষ কোভিড রিকভারি বৃত্তি ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে পরিচালিত এনআরবি কানেক্ট টিভির এক আলোচনায় এই বৃত্তির ঘোষণা দেন।

Advertisement

এই বৃত্তির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশে পিপল এন টেকের গ্রিনরোডে অবস্থিত ক্যাম্পাসের মাধ্যমে অন্তত দুই হাজার শিক্ষার্থীর প্রযুক্তি দক্ষতা বা আইটি স্কিল ডেভেলপ করা। আর প্রশিক্ষণ শেষে যেন তারা চাকরির বাজারে প্রবেশ করতে পারেন সেই বিশেষ সহায়তাও প্রদান করা। এর মাধ্যমে মাসে দুই থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়ের সুযোগ তৈরি হবে অনেক শিক্ষার্থীর।

শতভাগ স্কলারশিপের সুযোগটি পেতে নিচে প্রদত্ত (এই লিঙ্কে- https://forms.gle/aMYHkBgErUR3B2JS7) রেজিস্ট্রেশন করার অনুরোধ করা হয়েছে। এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এক মিলিয়ন ডলার সমমানের স্কলারশিপ প্রদান করা হয়, যার অধীনে ভার্জিনিয়া, নিউ ইয়র্কসহ পিপল এন টেকের বিভিন্ন ক্যাম্পাস থেকে ৩৮১ জন শিক্ষার্থী প্রযুক্তি প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া ২০১৯ সালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের নামে তিন লাখ ডলার সমপরিমাণ অর্থের বৃত্তি প্রদান করে পিপল এন টেক। ওইসব শির্ক্ষাথীদের মধ্যে অনেকেই প্রশিক্ষণ শেষ করে এখন যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে চাকরি করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম হয়েছেন।

পিপল এন টেক যুক্তরাষ্ট্রে বিগত ১৫ বছরে প্রায় ছয় হাজার শিক্ষার্থীকে আইটি চাকরি পাইয়ে দিতে সহায়তা করেছে, যাদের সবাই আমেরিকার নাগরিক অথবা গ্রিনকার্ডধারী। বার্ষিক ৮০ হাজার থেকে দুই লাখ ২০ হাজার ডলার পর্যন্ত আয়ও করছেন পিপল এন টেকের যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীরা।

Advertisement

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষিত এককালীন বৃত্তির বাইরেও দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য নিয়মিত বৃত্তি প্রদান করে থাকে পিপল এন টেক। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে বাংলাদেশের অনেক শিক্ষার্থী প্রতিনিয়ত বাংলাদেশেও অনুরূপ বৃত্তি প্রদানের জন্য অনবরত অনুরোধ লিখতে থাকায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই দুই কোটি টাকার বিশেষ বৃত্তির ঘোষণা দেন ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ।

তিনি বলেন, ‘কোভিড-১৯ বা করোনাভাইরাস আমাদের সবার জীবনকেই বিশেষভাবে নাড়া দিচ্ছে। চাকরি বাজারে এর প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদি। যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতায় দেখছি, অনেক প্রতিষ্ঠান ফিজিক্যাল যোগাযোগ কমিয়ে দিয়ে অনেক কাজকর্ম রিমোর্ট ওয়ার্কে রূপান্তরিত করছে। বাংলাদেশে করোনার কারণে অনেক তরুণ-তরুণী এরই মধ্যে চাকরি হারিয়েছেন।’

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা করতে গিয়ে ইঞ্জিনিয়ার হানিফ বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর যে হাজার হাজার নতুন ডিগ্রিধারী বের হচ্ছেন তাদের হতাশাও বাড়ছে। কিন্তু ভবিষ্যতে সেটা আরও বহুগুণে বেড়ে যাবে বলে আশঙ্কা করছি। কেননা, শুধু বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তরুণদের চাকরির নিশ্চয়তা দিতে পারছে না। সে কারণে আমরা মনে করছি, বাড়তি প্রযুক্তিদক্ষতা যদি আমাদের ছেলেমেয়েদের থাকে, তাহলে চাকরি বাজারে তার পয়েন্ট বা পালক যুক্ত করবে। সে প্রতিযোগীদের মধ্যে বিশেষভাবে এগিয়ে থাকতে পারে। সেই এগিয়ে রাখার প্রত্যয়ে আপাতত আমরা দুই হাজার শিক্ষার্থীর জন্য বিশেষ এই স্কলারশিপ ঘোষণা করেছি।’

মেধাবী শিক্ষার্থীরা এর পরিপূর্ণ সুযোগ নিলেই পিপল এন টেকের উদ্যোগ পরিপূর্ণতা পাবে বলে মনে করেন আবুবকর হানিফ।

Advertisement

পিপল এন টেকের মূল ক্যাম্পাসটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার টাইসন্স কর্নারে অবস্থিত। নিউইয়র্ক ক্যাম্পাস কুইন্সের লং আইল্যান্ড সিটিতে অবস্থিত। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন ২০১৯ সালে নিউইয়র্কে ক্যাম্পাস পরিদর্শনকালে প্রবাসী অভিবাসীদের প্রযুক্তি প্রশিক্ষণদানে বিশেষ ভূমিকা রাখার জন্য পিপল এন টেকের প্রচেষ্টাকে ‘বৈপ্লবিক উদ্যোগ’ বলে উল্লেখ করেন। তিনি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আবুবকর হানিফকে একজন ‘ম্যাজিক ম্যান’ উপাধি দিয়ে ভূয়সী প্রসংশা করেন। অনলাইনে শতভাগ স্কলারশিপের মাধ্যমে মোট ৯টি যুগোপযোগী আইটি বিষয়ের ওপর স্কিল ডেভেলপমেন্টের সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

স্কলারশিপের কোর্সগুলো হলো-CompTIA A+, Microsoft Office, Microsoft Excel, Web Design, Database MySQL, Adobe Photoshop, Video Editing, Programming in C#, Local SEO।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২০ আগস্ট। ক্লাস শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। এ বিষয়ে বিস্তারিত জানতে নিচে প্রদত্ত নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ফোন : 01799 446655, 01782 690486, 01844 944566, 01885 981250.ওয়েবসাইট : https://www.peoplentech.com.bd/ফেসবুক পেজ : https://www.facebook.com/peoplentechbd/ফেসবুক গ্রুপ : https://www.facebook.com/groups/peoplentechbd/

ঠিকানা : গুড লাক সেন্টার, ৭ম তলা, ১৫১/৭ গ্রিনরোড, ঢাকা-১২০৫।

হাসানুজ্জামান সাকি/এসআর/এমকেএইচ