চীনে নতুন করে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। একদিনেই দেশটিতে নতুন করে আরও ৬১ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
Advertisement
সাম্প্রতিক সময়ে দেশটির উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। উত্তর-পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে নতুন করে ৪১ জন করোনা রোগীকে শনাক্ত করা গেছে।
এদিকে, উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং এবং জিলিন প্রদেশে আরও ১৬ জনের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে। এদিকে, অন্যদেশ থেকে চীনে ভ্রমণ করতে এসেছেন এমন আরও চারজনের দেহে করোনা শনাক্ত করা গেছে। তবে দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়লেও নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত ২১৩টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই প্রাণঘাতী এই ভাইরাস হানা দিয়েছে।
Advertisement
এদিকে, চীনে প্রথম প্রাদুর্ভাব ঘটলেও গত কয়েক মাসে দেশটি এই মহামারি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে। ফলে দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়েছে। এমনকি দেশটি প্রায় অনেকটা সময় ধরেই আক্রান্ত ও মৃত্যু ছাড়াই পার করেছে। তবে গত কয়েকদিনে আবারও নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়তে দেখা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, চীনে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৮৯১। এর মধ্যে মারা গেছে ৪ হাজার ৬৩৪ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৭৮ হাজার ৯১৮ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৩৩৯টি।
টিটিএন/এমকেএইচ
Advertisement