‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানের মাধ্যমে গায়ক হিসেবে অভিষিক্ত হন লুৎফর হাসান। তারপর থেকে লেখা, সুর ও গাওয়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এ পর্যন্ত তার একক অ্যালবামের সংখ্যা সাতটি। মিক্সড অ্যালবাম ৫০ এরও অধিক। সিঙ্গেল ট্র্যাকের জোয়ার শুরু হলে প্রতি উৎসবেই তিনি গান প্রকাশ করে থাকেন।
Advertisement
সে ধারাবাহিকতায় এবারের ঈদে প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘কার বালিশে ঘুমাও’। নিজের লেখা ও সুরে লুৎফর হাসান এই গান গেয়েছেন আমজাদ হোসেনের সংগীতে। গানের ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে প্রকাশ পাচ্ছে গানটি।
গানটি প্রসঙ্গে লুৎফর হাসান জানালেন , ‘প্রেমিক হৃদয়ের আক্ষেপ আর আকুলতার গান ‘কার বালিশে ঘুমাও’। মনমুগ্ধকর লোকেশনে চিত্রায়ন করা হয়েছে গানটির ভিডিও। আশা করছি সবার ভালো লাগবে।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) ঈদ উৎসবের অংশ হিসেবে ২৮ জুলাই প্রতিষ্ঠানটি তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করবে ‘কার বালিশে ঘুমাও’ গানটির ভিডিও। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, রবি স্প্ল্যাশ এবং স্বাধীন মিউজিক অ্যাপ এ।
Advertisement
এলএ/এমকেএইচ