বাংলাদেশ টুরিস্ট পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা (পুলিশ সুপার) হলেও সৃজনশীন লেখালিখিতে অভ্যস্ত বহুদিন ধরেই। গীতিকার হিসেবেও তিনি পরিচিত। প্রায় ৩ শতাধিক গান লিখেছেন দেওয়ান লালন আহমেদ। চলতি বছরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে চারটি গান লিখেছেন। গানগুলো হচ্ছে 'শতবর্ষে বঙ্গবন্ধু বিশ্ববন্ধু', 'পাখিরা কাঁদে গাছেরা কাঁদে', 'শেখ সাহেব' এবং 'বঙ্গবন্ধু'।
Advertisement
এবার তিনি প্রথমবারের মতো সিনেমার জন্য গান লিখলেন। সেটাও একসঙ্গে দুই সিনেমার গান।
অভিনেতা, উপস্থাক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘আমার মা’ সিনেমায় ‘মা’ শিরোনামে একটি গান লিখেছেন এ পুলিশ কর্মকর্তা। যে গানের সুর করেছেন ও গেয়েছেন রাশেদুল ইসলাম জনি।
আরেকটি গান লিখেছেন মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে নির্মিত রায়হান জুয়েলের পরিচালনায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য। এ গানের শিরোনাম ‘সারেং ছাড়া জাহাজ চলে’। গেয়েছেন ও সুর করেছেন চিরকুট ব্যান্ডের ইমন চৌধুরী।
Advertisement
সিনেমায় গান লেখা প্রসঙ্গে দেওয়ান লালন বলেন, ‘সিনেমার জন্য গান লেখার আনন্দটা অন্যরকম। এখন পর্যন্ত অনেক গান লিখলেও প্রথমবার সিনেমার জন্য লিখলাম। দুটি গানই বেশ শ্রুতিমধুর হয়েছে। দুটো গান একেবারেই দুই ধাঁচের। আশা করছি দর্শক ও শ্রোতারা গানটি পছন্দ করবেন।’
দেওয়ান লালন আহমেদের লেখা ‘মা’ গানটি এরইমধ্যে প্রকাশ হয়েছে। মাকে নিয়ে লেখা গানটি ইতোমধ্যে শ্রোতা-দর্শকদের প্রশংসা অর্জন করেছেন। এ গানটির চিত্রায়নে অংশ নিয়েছেন চিত্রনায়ক এবং পুলিশ অফিসার ডি এ তায়েব, আনোয়ারা, চিত্রনায়িকা মাহি এবং শিশুশিল্পী টুনটুনি। জানা গেছে, এবারের ঈদুল আজহা উপলক্ষে একটি বেসরকারি টিভিতে চলচ্চিত্রটির প্রিমিয়ার হবে সিনেমাটির।
অন্যদিকে আরেক সিনেমা ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’র কাজ করোনার কারণে থেমে আছে। এ ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন সিয়াম ও পরীমনি। চলচ্চিত্রটি পরিচালনা করছেন আবু রায়হান জুয়েল। চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন।
এলএ/এমকেএইচ
Advertisement