কানাডায় নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই বয়স ৩৯ বছরের নিচে। এতে শুধু বয়স্করাই নয়, তরুণ প্রজন্মও বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
Advertisement
কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা থেরেসা ট্যাম এক বিবৃতিতে জানিয়েছেন, সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা গেছে, কানাডা জুড়ে ২০ থেকে ৩৯ বছর বয়সীদের মধ্যে করোনায় আক্রান্তের হার সবচেয়ে বেশি।
তিনি জানান, গত ২২ জুলাই শেষ হওয়া সপ্তাহে ২০ থেকে ২৯ বছর বয়সীরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। মোট রোগীদের মধ্যে প্রায় ১৪ দশমিক ৪ শতাংশই এ শ্রেণির। দেশটিতে প্রতি এক লাখ মানুষের মধ্যে ২০ থেকে ৩৯ বছর বয়সী ১৩ দশমিক ৮ জনই করোনায় আক্রান্ত বলে এ জরিপে উঠে এসেছে। আক্রান্তদের মধ্যে বয়সের হিসাবে এর পরেই রয়েছে ৩০ থেকে ৩৯ বছর বয়সীরা।
ট্যাম বলেন, তরুণ কানাডীয়রা আর এ রোগের সামনে অপ্রতিরোধ্য নয়। বয়স্কদের মতো তরুণদের মধ্যেও মারাত্মক স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা রয়েছে।
Advertisement
তিনি জানান, গত সপ্তাহে করোনায় আক্রান্ত ৩৯ বছরের কম বয়সীদের মধ্যে এক-তৃতীয়াংশকেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
সূত্র: আল জাজিরাকেএএ/