জাতীয়

শুদ্ধাচার পুরস্কার পেলেন স্থানীয় সরকার বিভাগের ৩ জন

জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০১৯-২০ পেলেন স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা-কর্মচারী। রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম পুরস্কার হিসেবে এ তিনজনের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। এছাড়া তাদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেয়া হবে।

Advertisement

পুরস্কারপ্রাপ্তরা হলেন- মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন দফতর বা সংস্থা প্রধান পর্যায়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান, ১ম-১০ম গ্রেড পর্যায়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুলিয়া মুঈন এবং ১১তম-২০তম গ্রেড পর্যায়ে স্থানীয় সরকার বিভাগের হিসাবরক্ষক ইমরান খান রনি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ দেয়ার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০১৭’ প্রণয়ন করে। নীতিমালার ৪ ধারা অনুযায়ী ১১টি ক্ষেত্র ও ১৯টি সূচক বিবেচনায় নিয়ে শুদ্ধাচার পুরস্কার দেয়ার জন্য তিনজন কর্মকর্তা-কর্মচারী নির্বাচন করা হয়।

শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত কিছু গুরুত্বপূর্ণ গুণাবলি হচ্ছে- পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের সঙ্গে আচরণ, সেবাগ্রহীতার সঙ্গে আচরণ, প্রতিষ্ঠানের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাবোধ, সমন্বয় ও নেতৃত্বদানের ক্ষমতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, পেশাগত স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সচেতনতা, উদ্ভাবনী চর্চার সক্ষমতা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে তৎপরতা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, স্বপ্রণোদিত তথ্য প্রকাশে আগ্রহ, উপস্থাপন দক্ষতা, ই-ফাইল ব্যবহারে আগ্রহ এবং অভিযোগ প্রতিকারে সহযোগিতা করা।

Advertisement

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে শুদ্ধাচার পুরস্কার অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দফতর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরএমএম/এফআর/এমকেএইচ