বিনোদন

দশ বছর পর অভিমান ভুলে এক হলেন তারা

দীর্ঘ দশ বছর পর আবারও একে ফ্রেমে বন্দি হলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, শামীম জামান, আ খ ম হাসান, শাহনাজ খুশি ও বৃন্দাবন দাস। মাঝে বিগত কয়েক বছর চলছিল তাদের মান-অভিমান। বিষয়টি জানালেন শামীম জামান।

Advertisement

সম্প্রতি খুশির ঈদকে সামনে রেখে অভিমান ভুলে এক হয়েছেন তারা। সর্বশেষ দর্শকপ্রিয় ‘হাড়কিপ্টা’ নাটকে এক সাথে দেখা গিয়েছিল তাদের। শুরু হয়েছে ঈদ ধারাবাহিক ‘টাম কাড’-এর শুটিং। এ ধারাবাহিকের মাধ্যমে আবারও এক হয়েছেন তারা।

এ প্রসঙ্গে শামীম জামান বলেন, ‌‘এক সাথে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। ছোট সেই ভুলটি আমাদের এক দশক আলাদা করে রাখলো। একজন অন্য জনের মুখ দেখা ও কথা বলা পর্যন্ত বন্ধ ছিল।

সাত মাস আগে সিদ্ধান্ত নিই, মান-অভিমান পুষে রাখলে চলে না। আমাদের এই টিমের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল। সেটা ফিরিয়ে আনতে সবার সঙ্গে আবার যোগাযোগ করি।

Advertisement

অতঃপর এনটিভির জন্য নির্মিত এ ধারাবাহিকের মাধ্যমে অভিমানের অবসান হলো। ফের একত্রে ফ্রেম বন্দি হয়ে বেশ আনন্দ লাগছে।’

শামীম জামান জানান, বৃন্দাবন দাসের লেখা ‘টাম কাড’ নাটকটি ঈদে এনটিভিতে প্রচারিত হবে।

এমএবি/এলএ/এমকেএইচ

Advertisement