জাগো জবস

৩০ হাজার যুবককে প্রশিক্ষণ

ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় তৃতীয় দফায় দেশের ২০টি উপজেলার ৩০ হাজার যুবককে প্রশিক্ষণ দিয়ে অস্থায়ীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার।কর্মসূচির আওতায় প্রতিটি উচ্চ মাধ্যমিক পাস যুবক-যুবতী ১০০ দিনের প্রশিক্ষণ পাবেন। এসময় তারা প্রতি মাসে ১০০ টাকা করে ভাতা পাবেন। এরপর তাদের ২ বছরের জন্য অস্থায়ী চাকরিতে নিয়োগ দেয়া হবে।সম্প্রতি শিক্ষিত অসচ্ছল বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি সম্প্রসারণ প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।২০১০ সালে কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলার ১৯টি উপজেলায় এ কর্মসূচি শুরু করা হয়। দ্বিতীয় পর্যায়ে রংপুর বিভাগের দুই উপজেলাসহ ৮ উপজেলায় এ কর্মসূচি চলে। তৃতীয় পর্যায়ে আরও ১৭ জেলার ১৭টি উপজেলাকে এ কর্মসূচির আওতায় আনা হয়।এসইউ/আরআইপি

Advertisement