জাতীয়

করোনা বিষয়ে হটলাইনে ফোনকলের সংখ্যাও কমেছে

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। কিন্তু কমে গেছে মানুষের আতঙ্ক। অনেকটাই কমেছে সচেতনতাও। পাশাপাশি কমতে শুরু করেছে স্বাস্থ্য অধিদফতরের চালু করা হটলাইন নম্বরগুলোতে ফোন করে করোনাসহ বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ গ্রহণের হারও।

Advertisement

করোনা শুরুর অল্প কিছু দিনের মধ্যেই প্রতিদিন লাখের বেশি ফোনকল গ্রহণ করতে স্বাস্থ্য অধিদফতর। একপর্যায়ে তা দুই লাখ পেরিয়ে যেত প্রতিদিন। তবে সেই হার ক্রমাগত কমছে। গত ২৪ ঘণ্টায় ফোন করে ৭৮ হাজার ১৫৩ জন স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।

রোববার (২৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ কথা জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, ’গত ২৪ ঘণ্টায় ফোন গ্রহণ করা হয়েছে ৭৮ হাজার ১৫৩টি। তার মধ্যে স্বাস্থ্য বাতায়নে (১৬২৬৩) ১২ হাজার ৮২০টি, জাতীয় কল সেন্টারে (৩৩৩) ৬৪ হাজার ৩৬৪টি এবং আইইডিসিআরের (১০৬৫৫) হটলাইনে ৯৬৬টি ফোনকল গ্রহণ করা হয়েছে।

Advertisement

নাসিমা সুলতানা আরও বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা বিষয়ে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন চার হাজার ৬৮৬ জন। এ পর্যন্ত টেলিমেডিসিনে করোনা সেবা গ্রহণ করেছেন এক লাখ ২৯ হাজার ৭৭১ জন। প্রতিদিন ৩৫ জন চিকিৎসক এবং ১০ জন স্বাস্থ্য কর্মকর্তা দুই শিফটে ৯০ জন টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছেন।’

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪১টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা দাঁড়িয়েছে ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি। নতুন পরীক্ষা করা নমুনায় করোনা মিলেছে দুই হাজার ২৭৫ জনের মধ্যে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৪ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন দুই হাজার ৯২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৩ হাজার ৮৮২ জনে।

পিডি/এসআর/এমকেএইচ

Advertisement